তোর মনের কাছাকাছি যেতে পারিনি যদিও –
তবুও আমি ধন্য ,
আমি পেয়েছি তোর বন্ধুত্ব,
আমার জমে যাওয়া শরীরে-
তোর উত্তপ্ত স্পর্শে
খুঁজে পেয়েছি আমার হারিয়ে যাওয়া অস্তিত্ব ।
তোর চোখে চোখ রেখে
পাগল হয়েছি তার কটাক্ষে ,
ক্ষুধার্ত তোর ঠোঁটের খাঁজ –
ভিজিয়ে দিয়েছে আমায় ,
বন্য আমার মনকে
শান্ত করেছে তোর আলিঙ্গন ।
ভালোবাসি তোকে ,
সাগরের বুকে নদী যেমন
আছড়ে পরার জন্য বয়ে চলে
কঠিন পৃথিবীর বুক চীরে,
আমিও ছুটতে থাকি অজানা টানে –
তোর পিছে, ভালোবেসে!
জানি এ ঠিক নয় ,
তাছাড়া তুইও চাস না আমায়,
অন্ধ জনে জানে বিপদ তার পায়ে পায়ে
তবুও কি সে বন্ধ করে তার পথ চলা ?
যে জন বধির সে কি শুনতে পায় –
নিকটেই ছুটন্ত গাড়ীতে বাজছে –
তার মৃত্যু ঘণ্টা !
ভালোবাসি তোকে –
মৃত্যুর দূত পারবে কী ছুঁতে ,
আমার ভালবাসার শেষ পরিণামে??