সচকিত অম্বর ঘন গর্জনে
ধেয়ে আসে  বিদ্যুৎ বর্জপাত
হঠাৎ  মেঘ পল্লব
যেন  গোলাকার আপেলের
বোটাবৃন্ত আবিষ্কার করে
পরিধির মাপ-যোগ চুকিয়ে
উপরিভাগ  স্ফীত হয়ে
নিচু সমতলে সঙ্গম করে !


মাতাল নেশায়
কয়েকজন অ্যালকোহলে ডুব দেয়
গুরুম গুরুম আওয়াজের মতো
কে জানি গতরে গাই দেয়
তবুও  বেচে থাকে -


সহসা এক দুর্বল পুরুষ
তোমার হাত ধরে
বৈতরণী পার হয়ে যেতে চায়
অলকানন্দায় ;
যেখানে সপ্তর্ষিমণ্ডল  তার
সুগন্ধি আচকানে মুড়িয়ে
সৃজন  করেছে অন্য জগৎ !


তোমার দুর্বার
অগ্নিস্ফূলিঙ্গে
মরবে বলে ;
পাখা জগানো এক ঝাক পিপড়া ঝাপ দেয়
এ যেন আনন্দ মৃত্যু !


আলোর উদযাপন
যদি অন্ধকারের সমন্বয় হয়-
এ নিরন্তর উদযাপনে সাহস জেগে উঠে না !


হঠাৎ পঞ্চইন্দ্রিয়
সম্মেলন করে বলে উঠে ;
যদি এই হয় অতিক্রান্ত বিকেল
তবে আনন্দ  থেকে  মুক্তি  নেওয়া
কি উচিত ?
তাই গদ্যে-ই
তোমার প্রথম চিৎকারের
আনন্দমিথ করলাম !


মিরপুর-১, ঢাকা
০৭/১০/১৯ ইং।