যখন
তুমি  পৃথিবীতে এলে
তখন  তোমার  চারপাশ ন্যূজ্ব বেড়ার ছিদ্রান্বিত পথে
কাক ডাকা
ভোরের  আলো ঠিকরে পরলো !


জনে জনে মানুষ  তোমার  চোখে
স্নেহ আলিঙ্গন  করলো মমতায় ;
ধূপ আর শঙ্খের মিলনে
যেন এক উৎসব শুরু হলো -


অতঃপর
এক পা দু পা করে
সময়ের দোদুল্যমান  নিয়মে কতটা বড় হয়ে গেলে
তা ভেবে দেখলে
দেখবে
তোমার  মানব জীবনের অঙ্কুরোদগম যেন
একটি সার্থক  বীজের সমতুল্য !


সময়ের  যোজন-বিয়োজন
    খেলায়
তোমার দীর্ঘ  জীবন যেন
                অশ্বত্থের মতো
জীবন্ত এবং  নিথর  হয়
এ প্রার্থনা করি !


মিরপুর - ১,ঢাকা ।
০৫/০৯/১৯