বাংলাদেশ


এক জোড়া চোখ
একটি কালো মোটা ফ্রেইমের চশমা
একটি তর্জনীর ছলাৎ  ঝলক
একটি বিশ্বস্ত স্বপ্নের ঠিকানা
সমগ্র তুমি
শুধু বাংলার-ই নেতা  নও
তুমি
সমগ্র  পৃথিবীর  দুঃখী  মানুষের  নেতা
অর্থাৎ  পুরো জাতির
জাগ্রত বিবেক !


তোমার ক্ষত-বিক্ষত শরীর
যেন সবুজ  বাংলার
এক খোলা  পতাকা ;
ঐ পতাকায় চোখ  রাখলেই
হে পিতা
তোমার অস্তিত্ব  টের পাই
তুমি এখনো হাঁটছো
আমার আঙ্গুল ছুঁয়ে
তুমি বেড়ে উঠছো
আমার নিঃশ্বাসে!


তোমার চোখের দিকে  তাকালে
আর কিছু-ই ভাবতে  
ভালো লাগে না
শুধু মনে  হয়
কেন তুমি  আড়ালে
দোয়েলের কণ্ঠে শিষ দাও
প্রত্যহ ভোরে !


তোমার  জন্মদিনে-ই
বিধাতা  লিখেছিলেন
তোমার  হাতে
জন্ম নিবে একটি দেশ
আমরা তা
একাত্তরে
মিলিয়ে নিলাম  !


জানি
সমগ্র  পৃথিবীর দুঃখী মানুষ
তোমাকে ভালোবেসে
বুকে আশ্রয় পেতে চায়
খোলা চত্বরে ;
যেখানে মুজিব মানে
বেঁচে থাকার আনন্দ
মুজিব মানে স্বপ্ন দেখা
মুজিব  মানে ভালোবাসা !


বাংলাদেশ
তোমার কোলে মাথা  রেখে
নিশ্চিতে ঘুমাতে  চায়
সহস্র  বছর !


আমি
বাংলাদেশ বলতে
শুধু-ই বুঝি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান
ধন্য পিতা
তোমার  জন্ম  শতবর্ষ  !


১৭/০৩/২০২০
মিরপুর-১,ঢাকা।


উৎসর্গ : বঙ্গবন্ধু কে