বিজয়


এখন যেখানে 'শিখা অনির্বাণ'
এর ঠিক  '৭১ কদম দূরে দাড়িয়ে
একটি ছন্নছাড়া  সাত বছরের  বালিকা
রুক্ষ  চোখে  
জনতার  ভীড় দেখছে
যেন  কৈলাশ  থেকে  উৎপত্তি ঘটেছে
এক উত্তাল নদীর !


৭-ই মার্চ  এ
বাংলায়  প্রোথিত হয় স্বাধীনতা শব্দের !


জনতার সাহস বলতে
বঙ্গবন্ধুর উচ্চারণ  
আর ঘামে ভেজা শ্রমিকের রক্তাক্ত বাংলা


পশ্চিমা অপশক্তির কালোমেঘ
সরিয়ে বাংলা যখন
পুনরায় সোহরাওয়ার্দীর ঘাসে
টেবিল বসালেন
তখন  বারবার  নেতা তোমাকে এবং
শহীদ  মুক্তিযুদ্ধাদের
রক্তজল ছবি ভেসে উঠছিলো !


সে-দিন জনতা আনন্দ অশ্রুতে
যে স্বাদ পেয়েছিলো;
স্বাধীনতার পরও ঠিক
'৭১ মতো ঐ ভিজানো
চোখের  আনন্দ  নিতে  পারেনি !


রূপসী বাংলা পুনরায়
'৭৫ এসে থমকে যায়
অতঃপর  উত্তরায়ণ ঘটছে
কিন্তু  এখন ও
'৭১ র ছন্নছাড়া  বালিকার মতো
ঠিক  একাত্তর  কদম  দূরে  দাড়িয়ে
একজন বালিকা  ভিক্ষে করছে
রূপান্তর  ঘটেছে  কি ?


বিজয় আসে
বিজয় চলে যায়
এখন  ও আমরা
ক্ষুদ্রার্তকে জয় করতে  পারিনি !


যে-দিন বাংলার মানুষ আর ভিক্ষে
করবে না
দু'বেলা  মোটা  ভাত খেতে পারবে
সে-দিন আমার স্বাধীনতা
পূর্ণ  স্বাধীনতা চূর্ণ  স্বাধীনতা হবে !


ঐ দিন  বঙ্গবন্ধু
তোমার  সমাধিতে আনন্দ  অশ্রু
উপহার নিয়ে  যাবো
ততদিন  পর্যন্ত  আমাকে বাচিয়ে  রেখো
দেবতা আমার !


(উৎসর্গ
শহীদ মুক্তিযুদ্ধাদের)


-মেঘদূত -


মিরপুর-১, ঢাকা।
১৬/১২/১৯ ইং