রজনীর নিদ্রা ছাউনিতে
কতো রজনী  আমার বিনিদ্র কাটে
হাতাশার ভ্যাপসা করোটিতে !
আমার এক জোড়া চোখ  ঘুমের অন্ধ প্রহরে
আলো খুজে ঝোনাকি পোকার মতো !


আমার তাসের ঘরে  ভালো  নেই
তাকের  সারিতে সারিতে সাজানো
পুরানো  গ্রন্থগুলো ;
রক্ত ক্ষণে  ক্ষণে জেগে উঠে নারীর প্রমত্ত নেশায়
কিন্তু আমার  প্রাণসঞ্চারী গ্রন্থ তখনও মত্ত থাকে জ্ঞান  প্রসারণে !


সাগর পাড়ের উপচে পরা ঢেউয়ের মতো
অতিবাহিত  হয় আমার বর্তমান সময় ; যেখানে
সকালে  ফুল ফোটে দুপুরে ঝরে পড়ে ।


প্রতিনিয়ত আমি  ব্যর্থতাকে পরম স্নেহে ভাবি
এ রজনীর  হবে  কি শেষ ?
এ রজনী বুঝি  শেষ হবে
যেদিন আমার এক জোড়া  চোখের পাতা
চিরনিদ্রায় শায়িত থাকবে
তখন দিবস আর রজনীর দুটো  ভাগ-ই
আমার কাছে  স্বচ্ছ এক পলক রজনী হবে !


মিরপুর-২,ঢাকা
১৪/০৬/১৪ ইং ।