কতকাল দেখিনা
বৃষ্টি  তোমাকে
তোমার সাথে  রুনুঝুনু করে বৃষ্টিতে ভিজতে  
আমার ভালো  লাগে
তোমাকে ছুয়ে  কবিতা পড়তে,
চায়ে  চুমো দিতে,
কাঁথায় গরম ওম নিতে,
সরষে ইলিশ  আর খিচুড়ি খেতে
ভালো  লাগে !


তোমাকে  পেয়ে
প্রিয়ার খোঁপায় ঝুটি বেধে  দিতে
ভালো  লাগে -


তোমাকে পেয়ে
প্রিয়ার রক্ত আভা ছুঁতে
ভালো লাগে


তোমাকে পেয়ে  
প্রিয়ার হাতে  হাত  রেখে
দীর্ঘপথ হাটতে
ভালো লাগে -


তোমাকে  দেখিনা কতকাল
তোমাকে  দেখার প্রতিক্ষায়
মনের জানালা বারবার ব্যঞ্জিত হয় !


গতকাল সন্ধ্যায় এলে
বৃষ্টি আর তুমি
যেন প্রাজ্ঞ অন্ধকারে  এক
উন্মাদ শিহরণ
যেন  রমণীর  অকর্ষিত ভূমির
মেঘালয়
যেখানে মেঘে মেঘে ভালোবাসা করে
যেখানে  আমাদের  বসবাস
ঐখানে  বারবার  চাই
বৃষ্টি  তোমাকে !


ভালো  থেকো বৃষ্টি !


মিরপুর -২,ঢাকা
০৪/১১/১৮  ইং ।