আকাশে ভেঁসে
ভিজানো মেঘ
তার উপর বর্ষণ বৃষ্টির ত্যাজ
তোমার চুল  উড়েছিলো
মেঘ বৃষ্টি বাতাসে ;
আমাদের  নৈবদ্য নিবন্ধ
চোখে চোখে রেখেছিলো
দূরের এক অদ্ভূত আঁধার
অক্টোপাসের সহ মৈথুনে!


বৃষ্টির ঝড়ো ফোঁটা
জানালার কাঁচ বেয়ে
দমকা  ঠেলায়
কেঁপে উঠে
ভবিষ্যৎ!
আর ঘুমা-ই না
বিস্তৃত আকাশের নীচে
ব্যস্ত বালুচরে !


কয়েকটি তিমি
পিঠ উঠিয়ে
দাত খিলান দেয়
প্রকৃতির
ঝলমল বাতাসে!


নিঃশ্বাসে ঘুম ক্লান্ত  হয়
ক্যাপসুলের বক্সে
একা
নির্জলা
উপবাসে !


মেঘদূত
২১/০৪/২০২০
মিরপুর -১,ঢাকা।