স্বপ্ন মুঠো মুঠো  করে
যে পথ ভরিয়ে দিলে
মুঠো মুঠো দুঃস্বপ্ন ঝংকার  তুলে
সে পথ শূন্য হলে ;
ভরা-শূন্যতায়
এ পথ পাড়ি  দিতে  গেলে
পায়ে ঠেঁকবে
মাটির দলা,  সুবিস্তীর্ণ  নীল ফটক,
পাহাড়ের  মত দীর্ঘ উচু টিলা,
হিমালয় সম
রংধনু কষ্ট !


তবুও  যেতে হবে
মধ্য রাত্রের ভরাট চুমো নিয়ে !


তোমার দীর্ঘ  ছায়া
আমার   আলোক ঝর্ণা  পৃথিবী;
এখন অন্ধকারে
একজন ব্যর্থ
যুবক
অভিসারে  
চক্রবাক  করে
রক্তপলাশ
আর শিমুল ফোঁটা
বসন্ত  ভোরে !


মেঘদূত
(১২/০২/২০২০)
মিরপুর -১,ঢাকা ।