হেম কখনো
গ্রামোফোনে বাঁজানো
সদ্য লেখা পদ্যের
সুরললিত
মূর্ছনায় মূর্ছা  গিয়েছে
তোমার তামাটে  
ভবিষ্যৎ !


অনাকাঙ্ক্ষিত ঝংঙ্কার
তোমার ঠোটে
যে আলোড়ন খেলছে ;
ক্ষিপ্র   মেজাজি  ত্যাজ
ছুঁতে চেয়েছে
তোমার খোলা ঘনশ্যামে
আটকানো  মধ্য প্রহর !


তোমার চঞ্চল মোহতা
মিশেছে  ইরাবতীর
শ্রেষ্ঠ প্রণয়ে মেলা
অন্ধ যোনিতে
শেষ অঙ্কে
হিসেবের গড় মিলে
না বলা কোনো
অনু উচ্চারণ !


শেষ বেলায়
শক্ত বোলে
আলগোছে তোমার
হাত নাড়ানো  ঠোটে
বলেছি
চলি তাহলে
ভারী কোনো
কাঁদামাখা
ছোঁড়া  
নির্জন
স্বপ্নে !


হেম তোমার হাতে
আমার অক্ষর লাবণ্য হউক
ষোল প্রহর !


মেঘদূত
১৩/০৫/২০২০ ইং
বনানী, ঢাকা ।


উৎসর্গ : হেম কে