ঝিঁ ঝিঁ ডাকা নিরেট অন্ধকারে
একটি জোনাকি পোঁকা
একজন রসজ্ঞ  দার্শনিকের মতো
অবলীলায় সর্বস্ব ফেরি করেন
রাতের গোলক চক্করে !
আচমকা দেখেছি গুটিকয়  ম্লেচ্ছ  পোঁকা
গিলে খেতে চায়
জোনাকি আলো
জোনাকি হুশ করে বের হতে চায়
বেড়াজাল ছিঁড়ে
অথচ পোঁকাদের ধারালো ছুঁচে
ছিঁড়ে যায় জোনাকির
আলো ছঁড়ানো নরম পালক
রক্তাক্ত হয় তিল ঠাঁই
উর্বর  মৃত্তিকা !


একজন কবি
ভোরের ফুঁটফুঁটে আলোতে
দুঃসহ  দেখেন
আধবেলার পুষ্টি
খেয়ে নিয়েছে পূর্ণ চাঁদ !


বয়সের অগ্রজ  ভারে
কবির  হাড়  প্রায় ক্ষয়ে গেছে
চামড়ার পশম টান
কুঁচকে  গেছে
ন্যূজ  তরী
ঢেউ খেলে
ছলাৎ ছলাৎ !


গাঢ়  এক বিশ্বাস
টুঁটি চেঁপে ধরেছে বিস্ময় প্রলোভনে
নেহাৎ জলে
ভিঁজে ঠোঁট
গড়গড় করে থেমে যায়
স্বরতন্ত্রী!


ঊর্ধ্বশ্বাস  বুকে নিয়ে
দু'টি চোখ বাতাসে
তাকিয়ে থাকে বোবা
জন্তুর মতো একটি  প্রাণ !


অবশেষে
কবিকে খুঁজে পেলাম
তার দারুণ দীনতায়
ক্ষুধার্ত ছবিতে
রক্তে ফুঁটানো প্রেম আর
কবিতায় !  


মেঘদূত
২৪/০৫/২০২০ ইং
মিরপুর-১, ঢাকা ।