ডাঁউস টাইপের
গন্ধ ভর স্মৃতি
চিৎ হয়ে
মগজে
প্রেম গ্রাস করে নিয়েছে

ফোঁটা
রক্ত !


ঠোঁট  ফুলিয়ে বাতাস
বেলুনে ভরে
ফুঁ
দিয়ে উড়িয়ে  দেয় অজানায়;
আসে না কোন উত্তর
প্রতীক্ষা
অবসন্ন  হয়ে খাবি খায়
ফোঁটা ফোঁটা জলে !


স্মৃতির প্রায়শ্চিত্ত দোলনায়
আমি কি সুখী
আধখানা চাঁদে !


মগজের
মন ভোলানো
অমাবস্যা
কালিতে লেগে
বধির হলো চিন্তা  !


ভারী ভারী নিঃশ্বাস এখন
নগরের
অভিশপ্ত
দুঃসময় !


যে পূর্ণেন্দু জীবন চেয়েছো
তা তোমার প্রত্যাঘাত উপহার ;
হেলায় নস্যাৎ করো না সাহস
উদ্যত রেখো
বুক পকেট !


মঙ্গল
বারতায়
পৃথিবী
আবার
হেসে উঠুক
নব
জাগরণে !


মেঘদূত
০৪/০৪/২০২০
মিরপুর -১, ঢাকা।