দখিণা  হাওয়ায়
উন্মুক্ত  থাকে তোমার ভ্রমর কেশ
সন্ধ্যারতিতে
সৃষ্টির যোজনায়
তোমার ডাগর  আঁখি
টালমাটাল  করে
প্রস্থান বেলায় !


তোমার উন্মীলিত বাসনায়
আমি ফিরিয়ে দিতে পারিনি
আমার ঘন রক্তিম স্বাদ
অনিন্দ্য বাসনা আজও  আশা করি
নিঃশব্দে থাকো পাশে
মাথায় রাখো নরম তালু
ঠোঁটে রাখো গোলাপ ব্যারিকেড
বুকে রাখো স্নেহের পরশপাথর !


বেঁচে  থাকো
প্রকৃতির  প্রশস্ত উদ্যানে
স্বপ্ন আর সুগন্ধি  মুকুলে
যেভাবে একটি রসজ্ঞ  বইয়ের
কয়েকশ পাতা
আমার নিঃসঙ্গতা দূর করে
তুমি ফিরে আসবে বলে !


মেঘদূত
১১/০৫/১৫ ইং
ফার্মগেট, ঢাকা ।