ধূসর পথ
আমাকে টেনে নিয়ে  যেতে চায়
তাঁর অন্তহীন গহ্বরের ঠিকানায়
ক্লান্ত  সময়ে
আক্রান্ত চোখ জলে টলমল  করে
প্রশস্ত কপোল বেয়ে  
নাভিমূল  ডিঙিয়ে
মেঘনায় মিশে  যায় !


মন হু হু করে উঠে !


আমি কখনো  ফুল ফুটতে দেখিনি
দেখেছি  ফুল ফুটে   আছে

দেখিনি কিভাবে  মাটিতে  বীজ জেগে উঠে
দেখেছি মুখ তুলেছে আকাশের দিকে


দেখিনি কিভাবে পাকস্থলীতে  খাদ্য চূর্ণ হয়
দেখেছি  ক্ষুধার যন্ত্রনা


দেখিনি কিভাবে  ভ্রুণ  নারীর  গর্ভাশয়ে বেড়ে  উঠে
দেখেছি সন্তান প্রসবের কষ্ট !  


আরও  কতো কিছু-ই  দেখিনি
বা  দেখা হয়েছে
তবুও চোখের  পাতা দুটি
পূর্ণতায় নিমজ্জিত থাকে
শ্যামল বাংলায় !


মোহময় স্বপ্নের কাছাকাছি  থেকে
আমি  স্বপ্নকে ছুঁতে পারিনি
এ দীর্ঘ  ব্যর্থতা আমার
আজীবন পরিচয় !


  
ধানমন্ডি -৫, ঢাকা
০৭/০৯/১৯ ইং ।