উদ্ভূত  রক্তজাত ভ্রুণ ;
আমার কুঁড়েঘর ছিলো অমরা
ওখানে মা আমাকে দ্বিতল আবেশে
জড়িয়ে  রেখেছিলেন
ভ্রুণ বাসরেই আমি স্বার্থপরতা শিখেছি
মায়ের সবটুকু পুষ্টি  গোগ্রাসে খেয়ে
শেষবেলায় একটি তীব্র যন্ত্রনায়
সুতীব্র  চিৎকারে
আপন করেছি পৃথিবীর অচেনা মুখ !


স্তনের সূচাগ্রে জমা বিন্দু বিন্দু শাল জলে
বেড়ে উঠেছে আমার কঁচি ডালপালা !


মা আমার স্বপ্ন আর বাস্তবতার দোলাচালে
এক পরম ভাস্কর্য ;
যে উদারতায় বেড়ে উঠেছে আমার গৌর মুখ;
তা আমার মায়ের মুখচ্ছবি !


দৈন্য বেড়াজালে
আমার রক্তজল
পুষ্পাঞ্জলি দিলাম
তোমার
চরণপদ্মে !


উৎসর্গ : মা কে


মেঘদূত
১৩/০৫/১৫  ইং
মিরপুর -১০,ঢাকা ।