জীবনের শব্দ মল্লিকায় এক বিষাক্ত ছায়া
চয়ন করি
বিবেকের  ধ্বংস চূড়ায় ;
অঘোষিত পাখির
নি:শব্দ হাটা চলা লক্ষ্য করি
দানবের  উদীয়মান বলয়ে !


মনের  নি:শব্দ নীতিমালায়
দু ফোঁটা অশ্রুজল দেখি
জননীর কাঁচা হলুদে মাখা অনন্ত
ওজস্বী  শ্রীমুখরে-


একটি কথিত শব্দ ;
যেমন ভালবাসায় বুকের
শুকনো গাঙ্গে উতলে উঠে
শ্রাবণধারা
শ্রাবণ মেঘ খেলা
ঐ কান্নার উচ্চারণ থেকে ক্ষীণ
এ যেন  শব্দহীন  ফোঁটায় কপোল  ভেজা
গহ্বরে আঁকা এক সিন্ধু-নদ !


শশকের পায়ের তলায়
আচমকা টানে
মন কুহক ছিন্ন  হয় ;
আমি উঠতে গিয়ে
ঐ তল হতে  রক্ত মেখে
মৃত হয়ে  উঠি
কপালের লবণ শিশিরে !


মিরপুর-২,ঢাকা
১৯/০৬/১৬  ইং