বাদ্যযন্ত্রের মোহনরূপ
আষাঢ়ের বৃষ্টির মতো
অত আনন্দ দেয় না
ব্যতিক্রম ছাড়া-


তোমার খোলা কন্ঠ যেন
দরদের নাব্যতা
তোমার সুরের কাছে কান পেতে শুরু
হলো আজকের সকাল;
আর তখন থেকে মন আট্টা দিয়ে
পরে আছে তোমার গানে!
মনে হলো বহুকাল পরে
এ তৃষ্ণার্ত  মন; অবধারিত ঝর্নায়
স্নান করলো-


এ আষাঢ়ে বৃষ্টির প্রথম  ফোঁটা
আমাদের কৈশিক শ্রাবণ ;
যেখানে প্রেম বাসা বাঁধে
দিবস আর রজনীর আশায় আশায়।


আমরা যেন আমাদের-ই পরিচয়!


অভিন্ন দ্রোহে, আমাদের ভালবাসা
গভীর জলের নিঃশব্দ ধারা!


৪ আষাঢ়,১৪২৬
মিরপুর-২, ঢাকা।