বিদ্যার ভ্যাপসা গন্ধ
কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস  ডিঙ্গিয়ে
শ্লোগানমুখর গ্রন্থের সমগ্র চেতনার
বহিঃপ্রকাশ ঘটে
প্রতিবাদ, মিছিলের স্ববর্ণ গোত্রে
বন্ধী বাক্সের মতো শতাব্দীর পর শতাব্দী !


আমি এক পুরাতন গ্রন্থ
সভ্যতার গাঠনিক  পরিবর্তন হলে ও
এখনো আমি লেখকের পুরানো ঢালাইয়ে ছাঁচ করা অক্ষর -
সংস্করণে আমার স্বাদ  পূর্ণমাত্রায় পর্ণমোচন  ঘটেছে ;
কারণ  বাজারজাতের হাক-ডাক,
নির্মল  পাঠকের নরম উল্টানো পাতা,
প্রকাশকের হাতে অনিয়মে গড়া অতিরিক্ত দাম,
প্রচ্ছদের বিশ্রী  রকমের আবদার,
সমালোচিত  প্রবন্ধ হয়ে উঠছে
ঠাসবুনা তত্ত্ব আর উপাত্ত ;
যেখানে সৃজন ভাবনা কুম্ভিলক বৃত্তে
রূপান্তরিত  হচ্ছে
তাই আর সংস্করণ বা লেখনিতে
আমি নিপট গাঁথুনি হতে পারি না ;
শুধু দুর্বোধ্য খণ্ডচিত্র  হই !


উৎসর্গ : বন্ধুমহল কে
২৯/০৮/১৫ ইং
মিরপুর-১০,  ঢাকা ।