স্বাধীনতা


স্বাধীনতা
কেবল ব্যবহারিক  বাংলা  শব্দ  নয়
স্বাধীনতা হচ্ছে
আত্মকথনে মোহ
সৃষ্টি করার জন্য
এক অবসর ঠিকানা ;
সে-ই  ঠিকানা আমার পরিচয়
আমার একান্ত বর্ণমালা !


স্বাধীনতা
আমার বিশুদ্ধ  প্রেম;
যেখানে  প্রেমিকা নিঃসঙ্কোচে
প্রেম পরাগ ছড়ান
রক্তাভ চুম্বনে !


স্বাধীনতা
অর্থনীতির স্বচ্ছল সুখ ;
যেখানে কৃষকের ঘামে ভিজে উঠে
রূপসী বাংলার  মুখ !


স্বাধীনতা হচ্ছে
মুক্ত  গদ্য ছন্দে লেখা
এক তাজা কবিতা !


স্বাধীনতা হচ্ছে
মানবধর্ম ;
যেখানে  একাত্ম ভাবনায়
সহোদর  স্বপ্ন  
গোলপাতার মতো
আগলে  রাখে
দুর্জয় প্রলয়ে !


স্বাধীনতা হচ্ছে
এক অনাগত শিশুর জন্য
সুস্থ বাসস্থান !


স্বাধীনতা হচ্ছে
গোলাপ  বিক্রি  করে খাদ্য  কেনা
অথবা  গোলাপ  কিনে প্রেম নিবেদন !


স্বাধীনতা'র অর্থ
সমতা
মমতা
মুক্ত  নিজ বাসভূমে
অথবা
শেষ অন্তর্ধান
বিধ্বস্তভূমে !


২৬/০৩/২০২০
মিরপুর -১,ঢাকা।


উৎসর্গ : বীরাঙ্গনাদের