যে রক্ত স্নাত  ভালোবাসায় তোমার  সময় দৃঢ় প্রত্যয়ে উদ্যত  হয়েছে বাংলার মাটিতে   মুষ্টিমেয়  মানুষের স্বপ্নের  দ্রষ্টা রূপে!


তোমার পৃথিবী এখন অন্যরকম
যেখানে স্বপ্ন গোধূলি  স্নানে রাত হয় !


মেঘে মেঘে কত বেলা  অবলোকন হলো
তবুও  আগস্ট  এতটুকু ম্লান হয়নি-


স্মৃতির দাপট ডানায় প্রতিদিন  ভোরে একদল সাদা
বক উড়ে যায় শান্ত নীলিমায় ;
ফিরে আসে ক্লান্ত  বিকেলে  গুটি কয়েক  খাদ্য মুখে নিয়ে
সদ্য জাত সন্তানের জন্য
দীর্ঘ  অপেক্ষা  শেষে
তবুও  ম্রিয়মাণ  হয় না ভালোবাসা !


অতঃপর
ভালো থাকুক তোমার স্বপ্ন, ঘন পায়চারি,
গুলি বিদ্ধ রক্তমাখা বুলেট,রুপালি ইলিশ,
সবুজ বাতায়ন,কালবৈশাখী ঝড়, মাঘের শীত,
ফাল্গুন বসন্ত, মার্চের উত্তাল ভাষণ,
নিকোটিন ভরা জ্বলন্ত পাইপ,
শত কোটি মানুষের  ভালোবাসা ইত্যাদি !  


এ দিনে
শোক সমৃদ্ধ  ভালোবাসায় সিক্ত হউক বাংলার মাটি, বাংলার জল, বাংলার আকাশ !    


মতলব উত্তর, চাঁদপুর
১৫ আগস্ট,১৯  ।