যে সৌন্দর্যে
চোখ  
বারবার  অন্ধ হতে আনন্দ পায় ;
ঐ নগ্ন পাগলামির কি
কোনো  পাপ আছে ?


যেমন পিকাসোর
অনাবৃত শিল্প মানবে
আমি বারবার  অন্ধত্ব বরণ করেছি !


ত্রিযামায়
একটি কামুক  স্বপ্ন  
গাঢ় অন্ধকারে
চাঁদ আর জোছনার সঙ্গমে  
আহত হতে ভালোবাসে ;
এ রকম আহত ভালোবাসায়
যেন অনন্তকাল ধরে
উর্বর ঝর্ণায়  
স্নান করি !


গতিতে আমার  
চোখের পাতা এক হতে চায় না !


চঞ্চল পাপড়ির সুঘ্রাণ  
আমার ভালো  লাগে !
ভেবেছিলাম
তুমি  চোখ  এক না করলে
দৃষ্টি  মেলে ধরবো তোমার চোখে
অথচ তুমি ঘুমালে একলা ঘোরে !


যখন
কাঁটা তারের ব্যবধানে
তোমার দিকে পা  বাড়াব
তখন
আলো ফোঁটা  ভোরে
শিঁস দেবে দু একটি চড়ুই অথবা শালিক !


এবং প্রকৃতি  হেসে  বলবে
চলো পুরির সমুদ্র মন্থনে !


গোয়ালন্দ, রাজবাড়ি
১৯/০৮/১৯  ।