প্রাচীরের ভেতর লুকিয়ে আছে ভালোবাসার প্রাণ
দুর্ভেদ্য দুর্গের ভেতরে বসবাস করো তুমি সাম্পান।
আঁখি তুলে তাকাইনি কেউ—দুর্ভেদ্য সেই দুর্গে
মাথাকাটা পড়তো তখন; বলি হতো তার সর্বাগ্রে।
এত কঠিন মন তোমার; যেন পোড়ামাটির ইটের নরক
সিমেন্ট, বালির ফুরসতে হয়ে ওঠো অট্টালিকায় ফলক৷


প্রাচীর ঘেরা দুর্গে তুমি; আছে লুকিয়ে তোমার মন
অসীম সাহস করে কেউ—করতে আসেনি সমর।
সুলতান আলাউদ্দীন যদি পারে করতে চিতোর জয়
একে একে করেছিল কঠিন মেবারও বিজয়!
আমার কুঠিরের সেনাপতিও আঘাত হানিবে তোমাতে
জয়ের নিশানা উড়াবো আমি; প্রাণোচ্ছলে হাসিতে।


নভেম্বর ৯, ২০২২ খ্রি:
বিনোদপুর, রাজশাহী।