বিক্ষুব্ধ জনগণ স্বৈরতান্ত্রিকতায়
ক্ষুব্ধ বাংলা; ক্ষিপ্ত উত্তাল জনতা।
জান্তাশাসিত পাকে শূন্য গণতন্ত্র
নিষ্প্রভ প্রভুত্বে মুখ্যত আমলাতন্ত্র।


সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়!
মারণাঘাতে উদ্যত পাক সেনাশাসক;
চক্র গণতান্ত্রিকে বিচলিত পাক দল
বঙ্গবন্ধু এবং বাংলা অবিচল।


পঞ্চাশ বর্গমাইল ভূমির কম্পনে
কেঁপে উঠল বাংলাদেশ-
জাগ্রত মেদিনী; শোষিত মানব
সবুজের লাল বৃত্তে বজ্রমানব।
তর্জনী উঁচুতে অগ্নিগর্ভ ভাষণ
সংগ্রামের আহ্বান মুক্তির পণ,
বঙ্গবন্ধুর হৃদে রেখাপাত শান্তির পথ।
জন্মের স্বাদে স্বাধীনতা ঘোষণা
অর্জিত চির সবুজ সোনার বাংলা।


মধুমতী পয়স্বিনীর লহরীর চূড়ায়
চিরপ্রান্তিক দ্যুতিময় বাংলায়
পৃথিবী জুড়ে কবির স্বত্ব আলোয়,
অবিসংবাদিত নেতা;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


-(মুজিব শত বর্ষ)