চাষা-কৃষক সকলে খুশি
পাঁকা ফসল ঘরে
দ্বিতীয় ধাপে বীজ বপনি
কৃষক মহা আনন্দে।


বারোমাস ভাতের জন্য
কত চাষা করে বর্গাচাষ
ধানের দাম চড়া হওয়াতে
মালিক করে নিজে চাষ৷


চাষা কান্দে পরিবার কান্দে
অন্ন পাবে আর কোথায়?
আবাদি জমি কেঁড়ে নিয়ে
মালিক করল অসহায়।


পা ধরে চাষার ক্রন্দনে
এক মালিক দিল ঠাঁই
শর্ত ছুঁড়ে দিল চাষাকে
চাষার অভাব মিটে নাই!


চাষ থেকে মুদ্রা আয়
পাড়ি দেয় নিকট শহরে
দিনশেষে যা পায়-
দোকানী নেয় চড়াও দামে।


চালের দাম একাত্তর
ডালের মূল্য দ্বিগুন
তেল কিনতে মাথা ঘুরে
চাষা যায় মাটিতে লুটে।


কত চাষা পেটের ক্ষুধায়
রাতভর কান্নার আহাজারি
এইভাবেই হয়ে যায় ধনী
কৃষক-মালিক পুজিবাদী৷