ভাত নেই থালে
             প্রাণ নেই জীবে
অসুস্থ সমাজ আজ
            মানবের ভুলে।
কর্ম নেই কর্মে
            আয় শূন্য পকেটে
জগৎ সংসারের
            হাল ধরি কিসে?


বিপর্যস্ত পৃথিবীতে
            নাজুক সমাজ
হাত-মন বাড়িয়ে
            দেয় না কেউ ভাত।
কান্নার শব্দ ফুটে
            মেঘের গর্জন
কালবৈশাখী ঝড়ে
            নড়বড়ে জীবন।


ক্ষুধার্ত পোষা বিড়াল
            লাফায় দিক দিক
দরিদ্র সমাজে আজ
             হাড় কাঁটার অভাব।
ব্রিটিশ শাসিত নিয়মে
            ধনাঢ্য সমাজ মান্য
তিন বেলার আহারে
            থাকে মাছ ভাত মাংস।


জীবন তরীর বৈঠা
            ডিঙ্গি নৌকার বাঁকে
সামান্য পানির খালে
            ঢেউয়ে যায় ডুবে।
অসুস্থ সমাজ আজ
            মানবের ভুলে।