কর্মহীন মানব অল্প আহারে
পায় না খাবার তীব্র আবদারে;
জীর্ণ শীর্ণ রুক্ষমূর্তি সমাজ
পঞ্চায়েত কমিটির আওয়াজ।
আয়োজন-
             সভার সভাপতি, সম্পাদক
                     আসন গ্রহণ
             পদধারী নামধারী সদস্যের
                      আগমন;
             দীর্ঘ বক্তব্য, ক্ষুদ্র পরিসরে
                      আলাপন
             তিক্ত বিরক্ত যাদের নিমিত্তে
                     আয়োজন।


বিতরণ-
           বক্তাশ্রোতার আলাপ সমাপ্তি
               করিবে ত্রাণ বিতরণ;
          একে একে দিবে হাতে দান
               হবে ফটোসেশান।
          সভাপতি শিক্ষিত সাহেবদের
               ছিল মানচিত্র অঙ্কন,
          মানচিত্রে দুফোঁটা ধরিল ফাটল
             ভ্রুকুঞ্চন রেগে সভাপতি
             শিক্ষিত সাহেব সকল।
বিতরণ শেষে-
          অভিযোগপত্র নথিভুক্ত বিশ্লেষণ
                কালা ভাই তুমি কি আদম?
          গতিশক্তি স্থিতিশক্তি হাড় মস্তিষ্কে
                মেধাশক্তি অবতরণ?
          লাঞ্ছিত ভাগ্যহত সবেরই বাণী
                তুমি শিখনি আচরণ?
          এ কেমন বিচরণ, পথের আকাশে
                আমি শুনেছি অনেকক্ষণ।
          আফসোস! সভাপতির মানচিত্রে
               কালা ভাই করিল এমন?
         তবুও, খাদ্য আহরণে সফল
                জীবন্মৃত মানব সকল।