আসছে বৈশাখ হেলে-দুলে নব বধু সেজে
চৈত্র মাস বিদায় দিয়ে ঘোমটা সে খুলবে
রৌদ্রতাপে চিনিয়ে নিল নিধির বুকের জল
বধু আসবে ঘরে জীবনবল্লভ করবে সরল।


যখন তখন রাগ-অভিমানে আসবে চতুর্দিকে
কালো সাদা স্বচ্ছ আলোয় চিনবে না কাউকে
বাবুই কাঁদবে বাসার জন্য চড়ুই হাসবে ঠিক
সুখ-দুঃখ সমীকরণের পণ করতে হবে সঠিক৷


আকাশ ভেঙ্গে কান্না আসবে ঝড়বৃষ্টির রাতে
কত বর নিদ্রাহীন কেটে দিবে নব বধুর ভয়ে
ধুলাবালির খেলাধূলায় উড়বে শত ছনবাড়ি
কে দেখবে বিধবা রহিমার কান্নার আহাজারি।


উড়ে উড়ে হাসবে ছাতক ফটিকজল পেয়ে
বাবুই যে হারালো বাড়ি দেখবে না সে ভেবে
এই ধরাতে এই সমাজে আছে ছাতক পাখি
গরীবের পেটে লাথি মেরে করে যাপন সুখী।


আসছে বৈশাখ সুখ-অসুখে নব বধুর বেশে
এই সংসারে মায়া-কান্না ঝগড়া লেগেই থাকবে
কেউ হাসবে কেউ কাঁদবে মোহের মমতায়
কখনো থামবে না এই জোয়ারভাটা দুনিয়ায়।