গগনতলে উঁকি দিল শশাঙ্ক
একটু আধটু চোখেমুখে-
মানব-জনম পৃথিবীতে
আজই বাজিল ঘণ্টা কলঙ্ক
উঁকি দিল কলঙ্ক শশাঙ্ক!


সবুজের বুকে লাল টিপ
রাঙানো কৃষ্ণচূড়ার হাসি
চাঁদের ফাঁদে কান্নায় পৃথিবী।
সূর্য হস্তে,শক্তিরূপী মানব
ব্যর্থ, তুচ্ছ দানবীয় তাণ্ডব।


দানে আলোয় দীপ্তি ঠোঁটের
কোণে-আলো নেই কিরণে
আম্পানের বেগে সমীরের স্রোত
লাল চোখে নীরবে স্থির, মুছে জল
জড়িনার মা, অযুত শত শত।


আজই বাজিল ঘণ্টা কলঙ্ক
উঁকি দিল কলঙ্ক শশাঙ্ক!