কত দিন হলো কথোপকথন হয়নি এভাবে;
অদৃশ্যে আছো তুমি কি রূপে?
দিবারাত্র অপ্রতুল ভাবি তোমারই সন্ধানে,
তুমি আছো কি সাজ সেজে?


চৈত্রের জ্যোৎস্নারাতে অশোক রাজ ফুটেনি,
হৃদয়ের মণিকোঠায় পদাঘাত করোনি বলে!
তুমি আসোনি কি ভেবে?
তুমি আছো কি সাজ সেজে?


গোধূলিতে পড়ে যদি মনে, যেতে শস্যক্ষেতে;
চক্রাকারে ঘুরে বেড়ায় তোমারই খুঁজে।
তুমি আছো কোন রঙে?
তুমি আছো কোন রূপে?


মৌমাছি মৌ মৌ করে মধু আহরণে;
আমি করি আকুল আবেদন তারই নিবেদনে।
মৌ রাজ শুধায় আমায় 'এই ঠিকানা বহুদূর-
বহু কঠিন পৌঁছাতে'।


আমি বলি অস্ফুটস্বরে, শত বাঁধা ডিঙিয়ে,
পারি জমাবো আমি চিরচেনা ঐ নিকট গিরিতে।
আমি খুঁজে বেড়াবো প্রভাতের ঐ শুকতারায়,
আমি আর্তচিৎকার করিবো তোমার ঐ নীল গুহায়;
চিঠি লিখবো এই ঠিকানায়।
যেখানে কেবলই আমার প্রবেশ;
ঘুরে বেড়াবো সর্বদায়।