জানতে চাইতে তুমি সূত্র না মেনে,
"এসো পাশে, খাবে শরবত?"
তুমি অবনীর পানে চেয়ে পিপাসু
আত্মা পিপাসা মিটে যেত সর্বক্ষণ।


কোন মায়ার টানে বন্ধনে প্রাণ
ভোরের আলোয় নূতন বাঁধনে
তুমি নামক দীপ্ত দ্বীপের কোণ
অন্ধকারে অবনী আমার ঋণে।


ভয়ঙ্কর প্রমোদ কোন অবেলায়
এষণা তোমায় সূর্যের আভায়
মর্মর শুকনো পাতার ধ্বনি
প্রতিটি পদাঘাতে খুঁজেছি আমি।


কোন প্রেমে উৎসর্গ তোমার প্রাণ
মূল্য কি নাই আমার শত অভিযান
ঝোপঝাড় পরিষ্কারে রোপিত তরু
বসুমাতা তুমি দেখিয়াছো ভালো।


কিসের আশায় দিয়াছ ফাঁশ আমায়
তোমার সমুদ্রে অদ্য অবহেলায়
কোন মায়ার টানে বন্ধনে প্রাণ
ভোরের আলোয় নূতন বাঁধনে।


ওগো কর্ণধার বিশ্বজিৎ তুমি
মেদিনীর শোষিত মানব আমি
তোমার স্বত্ব আলোয় বসুমতী
আঁধারে শক্তির উপাসনার হাসি
দিবসে নয়,করো রাত্রিরে দান
ওগো কর্ণধার বিশ্বজিৎ তুমি।