পরিচয়


কেন এসেছি পৃথিবীর তরে_
এক টুকরো মাংসল পিণ্ডকে ভিত্তি করে
জানা অজানার শূন্যতার রহস্যময় খেলায়_
আমি কী পেরেছি
আমি কী করেছি
হিশেব নিকেশ করিনি এ পৃথিবীর বুকে।


স্বার্থের লোভে পৃথিবীর মোহে
দিয়েছি কি আমি জলাঞ্জলি নিজ কর্ম দোষে
সত্যের বিপরীতে ডিঙি নৌকায় চড়ে?
জানি এ মোহের জ্বালা-
তৃষ্ণাতুর কাকের পিপাসার চেয়েও অধিক।
তবে কি আমার পরিচয় মানুষ নহে?


বিবেকহীন মানুষের ভীড়ে তুমি কেন-
সুশিক্ষিত সুনাগরিক বিবেকবান পরিচয় দিবে?
আমি মানুষ; জন্মেছি মানুষের সংস্পর্শে
তুমি পাগল; জন্মেছ মানুষে-
পাখি মানুষ নয়; কুকুরও নয় তা
তবে কেন দিবে ভর্ৎসনা মানুষে মানুষে?


জানি এ মোহের জ্বালা-
তৃষ্ণাতুর কাকের পিপাসার চেয়েও অধিক।
তবে কি আমার পরিচয় মানুষ নহে?