অতল আকাশের বুকে কেন ছুঁড়েছিলি ঢিল?
জানিস না তুই এই দূল্যোকের কত শত পথ
পথ নাহি যদি জানতি; জানতি সমুদ্রের নীল
তবে কেন দূরে সরে গেলে যখন সমুদ্র উত্তলিত?


সমুদ্রের পানি শুকায়নি কভু, জানিস তুই
ঢেউয়ের পর ঢেউ আবার ঢেউ দুই ঠোঁট
চুম্বনে স্পর্শে শিহরিত শরীর অমনি ধার ঠাঁই
গেলে যে চলে আসলি না ফিরে খুঁজি মাঠ।


সন্ধ্যারা ঘরে ফিরে, রাত্রিরা ঘুমায় নিভৃতে
শানাথ গুজেনি বালিশে মাথা বুজেনি চোখ
এই রাত্রিরে দেয় বিদায়; স্বাগত সন্ধ্যা গিরিতে
দূরে গেলে চলে; ফিরে দেখলাম না তোর মুখ।


অতল আকাশের বুকে কেন ছুঁড়েছিলি ঢিল?
পথের পর পথ মাঠের পর মাঠ খুঁজি দিনভর
ছাতক পাখির ন্যায় ফটিকজল খুঁজছি ঢের
জানিস না তুই, সমুদ্র শুকায়নি কভু!