আনমনে ভাবিতেছিলুম এই শ্যামল বাংলায়
কিসের লাগিয়া লক্ষ যুবা নারী দিল প্রাণ
               ভয় নাই ওরে ভয় নাই,
             বেঁচে নাই কত বাপ জান
         রক্তের পরশে পবিত্র মাটিতে
    ছাড় নাই,কোন চোরের ছাড় নাই।


বাংলাটা আমার নই, নই কোন ব্যক্তির
               বাংলাটা সকলের সবের
যে জনের রয়েছে দেশের প্রতি ভক্তি।
       মুখে দেশপ্রেম বুকে পাক-ভারত
       মিত্রদের সঙ্গে আঁতাতবদ্ধ যাদের
শুনে রাখ, হে শুনে রাখ কানখাড়া করে
    লাল সবুজের বাঙলাটা নয় তোদের।


দেশের মাটি দেশের প্রাণ তারা
দেশের জন্যে লড়াই করে যারা
             সঁপে দাও হে মানদণ্ড সঁপে-
পাহাড়ের ঢালে ওদের কাছে সঁপে দাও দেশটা
বাঁচবে বাংলা, টিকবে জাতি হাজার
মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ব মাজার।


শিমুলঘর
ফেব্রুয়ারি ১৫,২০২১