রাতভর কল্পনায় স্কেচ করি তোমায়
পিঞ্জরে নিভৃতে সদা হাস্যমুখ;
তুমি অপরূপা, তুমি লাস্যময়ী
তোমায় বড্ড ভালোবাসি।


প্রিয় প্রিয়তি, তুমি আমার অবনী
তোমার কেশের ঘ্রাণে বিভোর আমি
মেদিনীর স্বর্গলাভ তোমারই মাতাল হাসি
আমারই তুমি, তুমি অনিন্দ্য সুন্দরী।


হৃদয়ের সচ্ছ আয়নায় অবয়ব তোমার
গহীন সমুদ্রের তলদেশ থেকে খচিত
মণি-মুক্তার প্রজাপতি আঁকি,
তুমি আদুরী, তুমি আমার অবনী।


সেতারার তারে উঠে না সুর
বাজে না মাদল ক্ষীণ সমীরে
আনন্দের ফানুস উড়াবো আমি
যেদিন আসবে তুমি আমায় ঘিরে।


অপেক্ষার শ্রাবণ ট্র্যাজেডি হয়নি
কোন কাল মহাকালে;
বসন্তের ভোরে কৃষ্ণচূড়ার বনে
তুমি একদিন আসবে।


পলাশ ফুটবে সেদিন পাপড়ি মেলে
নীল শাড়ী পরিহিতা অবনী
আলিঙ্গন করিবে আমার কাঁধে
তুমি অবনী একদিন আসবে।