পাহাড়ি বাতাসে সঁপেছি নিজেকে
হারিয়েছি আমি প্রকৃতির সাগরে
রঙ বেরঙের রং্ধনুর সাজে সেজে
দিয়েছি ডুব দূর অসীমের আকাশে
           নাইরে কূল নাইরে শেষ
          চলছি আমি সমুদ্রের বেশ
            অন্তিমে ছুঁয়েছি মগডাল
         খুঁজে চাইনা সমুদ্রের ধার।
পাহাড় থেকে পাহাড় সবুজের নীল
দেখেছি নীলের অমল কান্ত কত মিল
                  ঢেউয়ের পর ঢেউ
              পাখির কূজনে চারপাশ
ফিরেছে নীড়ে সন্ধ্যাকাশ।