ধর্মীয় বিশ্বাস নেই আজ ঈমানের ঘরে
মূহুর্তে যাচ্ছে ঈমান আসছে না ফিরে
কথায় নাই মিল, কাজে নাই ঠিক
এই বুইড়া কয়, আমার ঈমান নই বেঠিক।


নামায ছেড়ে দিয়ে চুল পাকিয়ে করে ঝট
লাল সালুক কাপড়ে সেজে করে দাবি পীর
ব্যবসায় নেমেছে টাকা আয়ে কত শত কীট
হায় হায় ওরা ভণ্ড শয়তান সমাজে হাজির


ইলম নাই বিদ্যা নাই নই সে বিদ্যান গুরু
কিতাব পড়েনি তবুও ভণ্ড দেয় উৎস
সাধারণ মুসলমান না জেনে না বুজে করে
ঈমান আকিদা শক্ত; নেই যে কোন পথ।


এইভাবেই জিতে যায় ভণ্ড শয়তানেরা
পীরের নামে মুরিদান বাড়িয়ে সংগ্রহ করে
হাজার হাজার টাকা; হায় হায় ভণ্ড ওরা!