করো না করোনাকে
ভয়, মৃত্যুকে করো
জয়; পরম সত্তা শিব
বিজয়, যমে দেবতা
মৃত্যুঞ্জয়! উহানে সৃষ্টি
নিথর ধরনী সব।


দুষ্কর্মের ফল অনিলে
সারাক্ষণ,ভাইরাসময়
অনিষ্ট জীবন,তবু,
হাড়কাঁপানো শীতে
খোঁজো; মিছিলের
জয়, মানবের জয়।


করি না হয় অঙ্ক হিসাব
নিকাশ; চলাচলে
হাঁচি-কাশি-হাই করি
সাবধানে! ধূলোময়
রাস্তা এড়িয়ে, করি
মাস্ক ব্যবহার সকলে।


পরিষ্কার পরিচ্ছন্নতায়
ধর্মে; বলছেন স্বয়ং
নবী, চলো আমরা    
ক্যান্টিন, বাইরের
টক্সিন খাদ্য করি
পরিহার,করি মার্জিত        
আড্ডা,লোকসমাগম।


রবের অভ্যাশে ডুবে
ওয়াক্ত পাঁচ কিংবা
ছয়ে, তুলি পাপময়
দু'হাত উঁচুতে; মোরা চাই
সকলে, ফিরিয়ে দাও
শান্তির বার্তা; ঘোলাটে
ঘন এ বিষাক্ত জীবন।


করো না করোনাকে
ভয়, হোক সচেতনতার
জয়,হোক মানবের জয়।