স্বপ্নের ব্যাখ্যায় গড়া বিশ্বাসে, প্রকৃতির ভয়ে গড়া আস্থায়, হিংসার বিপরীতে গড়া কর্মে, অন্ধকারে আলোর নিয়মে গড়া শান্তি পথে-  থাকুক বিশ্বাসের আস্থা।
তবে, মানবতা ভুলে নয়।
ঘুম ভাঙে, প্রকৃতি দেয় ভয়, - না জানি কোন হিংস্র পথিক ধর্ষক হয় ।
তবু, বিশ্বাস রাখি আমরা ।
যাই ভুলে মানবতা ।
এ দায় কি নেবে কোন বিশ্বাসদাতা ?
কে সেই পরিচয়হীন ?
মানবের মাঝে যে পরিচয় পেয়েছে “সর্বশক্তিমান ঈশ্বর” নামে,  
তাকে তো ঠিক ডেকেছিল ধর্ষিতা ।