মস্তিষ্কের বারান্দায় দাড়িয়ে,
উপহাসের প্রতিধ্বনি মাড়িয়ে,  
অসীম স্তব্ধতা নিস্তব্ধ ।
(ঢেউ নয়,  সে তো প্রাণ অকল্যাণ
পিঁপড়ে নয়, সে তো শিশু )


কোলাহলে  ,
বাকশক্তিহীন এক শিশুর  অস্থির মনের স্থির দৃষ্টি পলকহীন দেখে-
চেতনার রুপ রক্তাক্ত,  যুদ্ধ প্রণয়ে ।    
কালে হারানো অকাল প্রেম চিৎকার করছে, স্বঘোষিত বিজয়ে ।
প্রতিভা প্রতিবাদ করে ,সমাজ নিন্দায় লড়ে ।


হঠাৎ !ভনিতায় কৃতজ্ঞতার অমানবিকতা –
শিশু তো মানব ! তাই,
নাটকীয়তায়- শিশুর বিদায় ।।


শেষে?
অসময়ে সময়ের জয় -- কেন হয় ?
শিশুহীন শিক্ষণীয় পরম অপ্রয়োজনীয়তায় !
                                                  এ শিক্ষা কার শৈলী ?