সাধের পাড়ে চর জাগিছে
পানির উপর আয়না!
নির্ভাবনার বায়না!


কাঠীর ঘরে ফুল ফুঠিছে,
অলয় মলয় দোর খুলিছে,
সাধের চরে বট মেলিছে,
মন কিছু আর চায় না,
নির্ভাবনার বায়না!


নদীর জলে মাছ মিলিছে,
সাদা ডানার বক থামিছে,
ঝরা পাতার ধূ-জ্বলিছে,
মন কিছু আর চায় না,
নির্ভাবনার বায়না!


বটের ছায়ায় মন লাগিছে,
মন যে ভোরে সুর শুনিছে,
সেই সুরেতে গান বাধিছে,
শুনিবে কে আর পাই না!
ভাবনা দিলো বায়না!