এখনো কি প্রেম চাও?
কাকের চোখের মত কালো চুল উড়িয়ে !
ভোরের পাখিরা যেমন জাগে ,
পালকের পলকে পাপড়ির ঘুম মেখে !


বুকের পর্দা কাপিয়ে কি
লজ্জার ঘর ভেঙ্গে দাও !
দেয়ালের মাঝে কি আয়নায়
নিজেকে একা দেখে নাও?


কোমল বিলাসী গন্ধে,
মৌন মিলনের কল্পনায় হাসো!
সুন্দর বলেই ভালোবাসা চাও ?
নিজেকেই ভালোবাসো!


প্রতিটি কোমল ছুয়ে,ফুল ভাবো আপন অঙ্গ,
তুমি হতে চাও সাদা যুবকের স্বপ্ন ভঙ্গ!


যুবক কাছে এলে,
মোহিনীর বেশ ধরে- 
তার চোখের সব আলোড়ন ঢেকে দাও!
নিরুপায় যুবকের আবেগের ছন্দ জড়ায় বাতাসে ,
রাত নামে,কথা হয় স্বপ্ন ভঙ্গের!