দু'জনঃ


বিশ্বাস চাই না,
শুধু তোমাকে চাই।
অনেক কাছের কাছে,
মিলনের যত বাধা আছে
নিয়মের সব নীতি ভেঙ্গে,
সময়ের সেই তোমায়
আবার কাছে চাই।


তুমিঃ


অদ্ভুত প্রতিটি আঁধারের আলো ছায়ায়,
বিশুষ্ক বিশ্বাসের তাপে নিষিদ্ধ মায়ায়,
আমি জ্বলছি তোমার চোখের প্রতিক্ষায়।


আমিঃ


বিদগ্ধ এ জীবনে,
পুড়ে যাওয়া কংকালের
ছাই মেখে উড়ি শুধু সময়ের ভ্রমনে,
আমাকে ভুলে যাও,
অশ্রু জ্বালিয়ে নাও,
জ্বলছি আমিও সেই অদ্ভুত আগুনে।



,