যখন থেমে যাবে সুসময়,
নিরেট বেদনার কসমস জমে যাবে
হৃদপিণ্ডে মরা রক্তের মতন,
অবক্ষয়ের পথে আশৈশব
বিলাসি মাছি উড়ে যাবে শিশুর ঘুমন্ত নাকে,
কিশোরীর গর্ভে কথা বইবে নিরব মাতৃত্ব,
মুর্খ সমাজের বাক ধর্ষণ শেষে,
নিরেট নির্বোধের মুখে-মুখরিত হবে সতীত্ব!


খুধার জন্মগুলো সব অস্তিত্বের তাজা শরীর নিয়ে  বিশুস্ক বাস্তবে বেরিয়ে এসে খুজবে
ন্যায়ের লেজ!তবু,
ভেজা বিড়ালের নাকে তেজ!


(বইবে সময়ের আলো,
তরঙে মাতাল পথ মত ভঙ্গ হলো)


আলোর আক্ষেপে পরবে ঢাকা অন্ধকার ,
মানুষ সুধু সময়ের সাথী,
বাকি পথের আঁধারে ইতিহাস-  
কতবার!কবেকার !
তারপর...
আঁধারের আরও একটি ইতিহাস,
তারপর,
আরও একটি ফুলের দর কষাকষি!
থুথু ! কফ-কাশি চাটবে মাছি!
আঠার ঘ্রানে নেশায় কৈশোর!তবু,
ছিন্ন তন্ত্রের লোভের বিষে রঙ মাখা হাসি!


এভাবেই থেমে রবে সময় ,
রাত রবে,
গভীরের ক্ষত আরও গভীরে হবে ফসিলের দাগ, .
হোমোটিক বাইনারি আদিখ্যেতা তবু কি পাবে আলোর উত্তর? সাম্যের প্রজন্ম?
একদিন আবার,
মানুষ চাইবে মানুষের মাংসের ভাগ!