......ক্ষুধাতুর আবেগে পাজরের দাগ
ভেসে যাবে তাজা রক্তের স্রোতে,
ছন্দে জড়াবে লাল ঢেউ,
ইতিহাসে নিজেকেই লিখবে সে কবিতা,
কবি হবে বহু কেউ!


আমি অপেক্ষায় আছি সেই প্রাণের কবিতার জন্যে
যেখানে বিবেকের সমুদ্র জানাবে নিজের পরিচয়।
নীতির সব নিরেট যন্ত্র ভেঙে
ফুলের মতো ফুটে উঠবে প্রতিটি ভাষার শব্দ।
যে কবিতা ভাষাকে শুধাবে
"তুমি কেমন আছো?
কেমন আছো শত অব্দ?
বদলে গেছো?
মগজে কি পচে আছো
স্বার্থের দ্ব্যর্থ দন্দে - মন্দের আবর্জনায়?


বার বার কবিতা চাই, কবিতা চাই....
ঘামে ভেজা বালুর সভ্যতায়,
ইট সিমেন্টের লোহার খাচায়,খিলানে-দালানে,
শ্রমিকের স্যাতস্যাতে নোনা গামছায়,কবিতা চাই।


বুক ভরা মুখরিত মুর্খতায়,
মুখের শহরে একান্ত নীরবতায়......