একটি পথশিশুর হাতে প্ররোচনার কলঙ্ক লাগতে দেখে থামি
অন্যকে না বলে একটি দামি ফোন নিয়ে নিতে দেখি আমি,
ডাক দিলে সে ফেলে ফোন , অদ্ভুত চঞ্চল তার দৌড় !
আমিও দৌড়াই, থামি- দুজনেই ঘামি ।


হাঁটতেই, আদরে তারে জিজ্ঞাসি
ভীত সে বলে ঐ দলের কথা,
যারা আরও বড়, তারাও পথশিশু কোন,
শেষে পুলিশের হাসিতে তারে রেখে চলি আসি ।


ভাবি, কচি চোরের ছবি মন হতে মুছবে না কোনকাল
চাই আর না ঘটবে এমন
মানুষ যদি চায় তবেই যাবে তারা ইস্কুলে
নতুন পোশাকে চোখে আলো মেলে,
খেলবে আনন্দে, শিশু ফিরে পাবে তার শিশুকাল।