চোখ এখন বন্ধ, আমি নিজের অস্তিত্বকে অনুভব করছি না ,
অস্তিত্ব ! সে তো ভাবনা বৃত্তে কেন্দ্রকূলের কেন্দ্র ,
শুধু , মস্তিষ্ক আর মনে আমি কালের অন্ধ ।।


সমস্ত মহাকাশকে,প্রসারিত করে দিলাম আমার অন্ধত্বে,
সমগ্র প্রবাহ লালকে ছুঁয়ে দিলাম স্পর্শে ,
রক্তহীন হয়ে আমি ডুব দিতে চাই সমগ্র প্রবাহে।


সম্ভবে মৃত্যুভয়,নিঃশ্বাসহীন অন্ধত্বই কি মৃত্যুর পরিচয় ?
জানি , আঙ্গুল দিয়ে আলো নিয়ে যাবে খোলা চোখ,
বিশ্বাসী বাতাস দেখাবে নিঃশ্বাস  বলে "তুমি জীবন্ত"।