উপরের ঘরে বসে থাকা মুনিবের কি কোন ভাবনা নেই !


আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি,
একটি পিদিমও নেই!
আছে কিছু খুঁজে পাওয়া শুকনো কাগজের আগুন,
আজ দেখলাম – তাও ভেজা,
উপরের ঘরে বসে থাকা মুনিবের ভাবনা অতটুকু !


বুঝলাম ( সুখের অকৃত্রিমতা খুজতে গিয়ে নয় )


নিচু প্লাস্টিকের দরজা
শুনে মনে হতে পারে – দৌলতের কলিজা ।
তা নয়।
শুধু কিছু বস্তার স্থাপত্যবিদ্যা,
জীবন যেখানে ষোল আনাই সস্তা ।


ভাবনার অতীত।
চোখে তাদের দুখের চেয়ে বিস্ময় বেশি-
তবুও,  
দু’খুঁটি বিহীন টেবিলের  পরোপকার,
আমি অবাক আবার !
ঘুমন্ত কিছু আর্তনাদের তন্দ্রা ,
যেখানে বাস্তবতার অন্ধত্বও চোখহীন।


তাই, ভাবতে ভালো লাগে খারাপ লাগার ইতিহাস
তবুও মনের আবেগ বাধ্যবাধকতায়,
বাঁধার বাধা বাধাহীন ।
  
উপরের ঘরের মুনিবের তবুও কর্মে সান্তনা নেই,
অস্থির মনের প্রার্থনা কত !
জানি,
তবু তার মন ভরে না।
বোধ হয়,
“ঈশ্বর বিবেকহীন” ।