কিছু কালো কালি থাক,
আঁধারে থাক কিছু আলোর আগুন।
যে দৃষ্টি হারাই,
তাতে দেখি তার পরের পর-মানুষের মৈথুন!


পাখির ডানায় খুজি সময়ের সুখ,
সাদা-কালো ত্বক দেখি,
কোমল প্রাণ দেখি,
পাতার রঙে খুজি স্বপ্নের মুখ !


প্রেম ঘটে,সুখ হয়,
থেমে থেমে দেখি,
আজও আমি মানুষ যেন,
মৈথুনে মানুষ একি!