যতটুকু বিশ্বাস রাখা যায় রাখতে পারো ।
মনটাকে বিশ্বাসের বিষপাত্রে ডুবিয়ে মাটির দামে গড়েছি,
বিষ মুছে পাত্রটি তোমাকেই দিয়েছি।


শরীর চাইনা আর
মিছে জৈবিক ওই প্রণয়,
ভিখিরির মতন হাতকোষ হোক আবেগের ভাল,  
চায় না তো কেউই চিরকাল ।


এমন কোন অমৃত দাও যা কেবল বুক হতেই ভাসে চোখে
কান্নার জলে নয় ,তীব্র আলোমুখে ।
পারবে তুমিই দিতে ।


আমি পাত্রটি তোমাকেই দিয়ে দিয়েছি বহু আগে
তুমিও ভেঙেছ উচ্ছলতার ভুলে,
তাই আজ নিজের বিশ্বাসটুকু একবিন্দুও জমে নাহ-
প্রতি ঋতুতে সে হয় বাস্প, নয়ত গন্ধ,
তবু জল ছোঁয় নাহ, ফুল ছোঁয় নাহ।


আমি আমার বিশ্বাসগুলোকে জানি
তারা প্রেমের অপ্রাপ্তি ভালবাসে,
ভালবাসে ভালবাসার তৃপ্তি
তাই তারা প্রকৃতি হয়েই মিশে।


তুমিও তোমার বিশ্বাসগুলোকে একটু চিনে নিও,
পাত্রটি ভেঙেছ যখন, শোকেইসে রেখে দিও।