কথার কাক সব,কথাটাই কলোরব,
কাকে খেলো সাদা বক,বাতুলের চকমক!
চিল উড়ে নিয়ে কান,আকাশটা মারো টান!
বলে কথা অফুরান,হা করে মশা খান।


কুকুরের জিভে লালা,চোখ তার সাদা কালা,
দে দৌড় দ্রুত শালা,কান ধরে আগে পালা।
কুকুর যে দিলো কামড়,ছিড়লো তোর চামড়!
তোর কান খাবে চিল,এক ঢোক জল গিল।


তোর কথা,তার কথা,কান নিয়ে যথা তথা,
আরে কান ধরে দেখ,কুকুরের পেটে কেক।
মাউসে টিপে ঢোল,হামেশাই মসগুল
বিবেকের আলু-ঝোল,মেখে খাস গু-গোল!


শিম্পাঞ্জির নাতি,বোধ নাই-নাই মতি,
শুধু বলে কথা অতি,হিসাবের লাভ-ক্ষতি।
আচ্ছা মাকাল ফল,নাকেতে ডোবার জল,
জেনে কিছু বুঝে নে,তারপর ভেবে বল।


এতো কথার ছড়া,চোখ করে ছানাবড়া,
কোথায় বলবি কি, না জেনে জীবন মেকি!


বাতুলতার বাচাল
খেয়ে তুই ভাত চাল,
ভরপেট ডাক নাক,
কান তোর ধরে রাখ।